খুলনা, বাংলাদেশ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারাকাত গ্রেপ্তার

ঈদে শাকিব খানের কাছ থেকে কী উপহার পেয়েছেন বুবলী-বীর

বিনোদন ডেস্ক

চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর একমাত্র সন্তান শেহজাদ খান বীর। ব্যক্তিজীবনে নায়িকার সঙ্গে নায়কের বিচ্ছেদ হলেও বাবা হিসেবে ছেলের সব দায়িত্বই পালন করেন অভিনেতা শাকিব। সুযোগ পেলেই সন্তানের সঙ্গে সময় কাটান তিনি।

যদিও বীর বেড়ে উঠছেন তার মায়ের কাছেই, তবুও বাবার আদর যত্ন থেকে বঞ্চিত হচ্ছেন না। বিভিন্ন উৎসব কিংবা উপলক্ষে ছেলেকে উপহার দিতেও দেখা যায় এই নায়ককে। যে কারণে প্রশ্ন উঠেছে, এবারের ঈদে বাবা শাকিব খানের কাছ থেকে কী উপহার পেয়েছেন বীর? বিষয়টি নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে কথা বলেছেন মা শবনম বুবলী।

যদিও প্রশ্ন শুনে লাজুক হাসি অভিনেত্রীর মুখে। উত্তর দিতে ইতস্তত বোধ করলেও শেষে বলেই ফেললেন। এই নায়িকা বললেন, ছেলে হওয়ার পর সবই তো ওর কথা ভেবেই করি আমরা। বুবলী বলেন হ্যাঁ, উপহার তো পাই। তবে এখন নিজের জন্য সে ভাবে কেনাকাটা করা হয় না। তবে উনি ঈদের আগে কেনাকাটা করার জন্য টাকা দিয়ে দেন। নিজেদের পছন্দের জিনিস আমরা কিনে নিই।

সম্প্রতি অপু বিশ্বাসের সঙ্গে একই গাড়িতে নায়ককে দেখা যায়। ঈদের জন্যই ছেলে আব্রাহাম আর অপুকে নিয়ে নাকি কেনাকাটা করতে গিয়েছিলেন তিনি। এক গাড়িতে তিন জনের ভ্রমণের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যেম ছড়িয়ে পড়ে।

এই রেশ না কাটতেই শাকিবের সঙ্গে ছেলে শেহজাদ বীরকে নিয়ে একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন বুবলী। তিনি লেখেন, অনুগ্রহ করে কিছু না জেনে, কারও চালাকির প্ররোচনায় পড়ে আজেবাজে, নোংরা ভিডিওতে মন্তব্য করা এবং ট্যাগ করা বন্ধ করুন। বিশেষ করে বাচ্চাদের নিয়ে। বাবা শাকিব খান তার সব সন্তানদের ভীষণ ভালবাসেন, সময় দেন।

তিনি আরও লেখেন, শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না। সব বাবা-মায়ের মতো আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই আমরা। কারণ, পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী। বাচ্চারা বড় হচ্ছে, তাদেরকে নেগেটিভিটি থেকে দূরে রাখুন প্লিজ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!