খুলনা, বাংলাদেশ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারাকাত গ্রেপ্তার

ইরানকে হরমুজ প্রণালী বন্ধ না করতে চীনের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালী বন্ধ করার বিষয়ে ইরান যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে বাধা দিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খবর বিবিসির।

বিশ্বের প্রায় এক চতুর্থাংশ তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, ইরানের সংসদ হরমুজ প্রণালী বন্ধের একটি প্রস্তাব অনুমোদন করেছে। এর পরিপ্রেক্ষিতে মার্কো রুবিও ফক্স নিউজকে বলেছেন, ‘আমি চীন সরকারকে বলবো, তারা যেন এ বিষয়ে ইরানকে ফোন করে, কারণ চীন তেলের জন্য এই প্রণালীর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।’

তিনি আরও বলেন, ‘যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে সেটা হবে আরেকটি ভয়ানক ভুল। এটি হবে তাদের জন্য অর্থনৈতিক আত্মহত্যার শামিল।’

এই পথ বন্ধ হলে বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ প্রভাব পড়বে, তেলের দাম বেড়ে যাবে। চীন, ভারত ও জাপানের মতো বড় আমদানিকারক দেশগুলো চরম ক্ষতিগ্রস্ত হবে।

বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী বন্ধের ক্ষমতা মূলত ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর হাতে, পার্লামেন্টের হাতে নয়।

তাছাড়া, ইরানের নিজের তেল রপ্তানিও এই পথের ওপর নির্ভরশীল, তাই এটি বন্ধ করা ইরানের জন্যই মারাত্মক ঝুঁকিপূর্ণ প্রতিশোধ হতে পারে।

এদিকে, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রভাবে এরই মধ্যে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!