খুলনা, বাংলাদেশ | ২৮ ভাদ্র, ১৪৩১ | ১২ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  সবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেপ্তার

আমি তারুণ্যের পক্ষে : মিজানুর রহমান আজহারী

গেজেট ডেস্ক

চলমান আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছেন ইসলামী চিন্তাবিদ মিজানুর রহমান আজহারী। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আমি তারুণ্যের পক্ষে। বিজয় তাদেরই হবে, ইনশাআল্লাহ।

শনিবার (৩ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এসব কথা লেখেন মিজানুর রহমান আজহারী।

এর আগে আরেক ফেসবুক পোস্টে এই ইসলামী চিন্তাবিদ বলেন, দেশকে লুটে খাওয়া মানুষগুলো যখন মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় আর কারাগারগুলো দেশ গড়ার কাণ্ডারি শিক্ষক-শিক্ষার্থীদের দিয়ে পূর্ণ হয়, শিক্ষকদের রিমান্ডে নেওয়া হয়; তখন বলতেই হয়— শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, কারাদণ্ডে রূপ নিয়েছে।

তিনি আরও বলেন, নিরপরাধ শিক্ষক-শিক্ষার্থীদের সকল প্রকার হয়রানি ও নির্বিচারে গণগ্রেপ্তার বন্ধ করুন। অনতিবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি দিন। শত শত মায়ের বুক খালি করা প্রকৃত অপরাধীদের বিচার করুন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!