খুলনা, বাংলাদেশ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১ | ৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নে চূড়ান্ত রায় ১৭ ডিসেম্বর
  রাজধানীর শাহবাগে যাত্রীবাহী বাসের ধাক্কায় ফুল ব্যবসায়ী নিহত
  গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেক হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে প্রসিকিউশনের আবেদন
  আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন গ্রেপ্তার

অবশেষে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর, জানালেন নামও

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। চলতি বছরের সেপ্টেম্বরে তাদের ঘরে মেয়ে সন্তান এসেছে। তবে মেয়ের নাম বা ছবি প্রকাশ্যে আনছিলেন না তারা। অবশেষে ভক্তদের চমক দিয়ে শুক্রবার (১ নভেম্বর) রণবীর-দীপিকা মেয়ের ছবি ও নাম প্রকাশ করলেন

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, ইন্সটাগ্রামে ছোট্ট মেয়ের ছবি পোস্ট করেন তারা। তবে মুখের নয়, মেয়ের পায়ের ছবি শেয়ার করেছেন এই তারকা দম্পতি। লাল কাপড়ের ওপর জরির কাজ করা পাজামা পরা দুটি পা দেখা যায় ছবিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি শেয়ার করে দীপিকা লিখেছেন, দুয়া পাড়ুকোন সিং। দুয়া শব্দের অর্থ প্রার্থনা। ও আমাদের সমস্ত প্রার্থনার উত্তর। আমাদের হৃদয় ভালোবাসা আর কৃতজ্ঞতায় পরিপূর্ণ। দীপিকা ও রণবীর।

এই পোস্টের পর স্পষ্ট মেয়ের নাম দুয়া রেখেছেন তারা। আর সঙ্গে জুড়ে দিয়েছেন মা-বাবার নামের পদবী। ছবি সামনে আনার পর থেকেই তারকা দম্পতিকে সবাই অভিনন্দন জানাচ্ছেন। ভক্তরা থেকে শুরু করে তারকারাও রণবীর-দীপিকার একমাত্র মেয়েকে শুভকামনা জানিয়েছেন। বর্তমানে মেয়েকে সময় দিচ্ছেন নতুন এই বাবা মা। তাই আপাতত কাজ থেকে বিরতি নিয়েছেন রণবীর-দীপিকা।

বলিউড তারকাদের প্রায় সবই সন্তানকে দেখাশুনার জন্য সহকারী রাখেন। তবে শোনা যাচ্ছে দীপিকা হাঁটছেন ভিন্ন পথে। মেয়ের জন্য কোনো সহকারী রাখেননি তিনি। কারণ নিজের মেয়েকে বড় করে তুলতে চান দীপিকা। যার আভাস মিলে স্যোশাল মিডিয়াতে এই বলি নায়িকার বায়ো থেকে। সন্তান আসার পরই স্যোশাল মিডিয়ার বায়ো বদলে লেখেন,খাওয়াও, ঢেকুর তোলাও, ঘুম পাড়াও এবং আবার একই কাজ করো।

প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর প্রথমবারের মতো মা হন দীপিকা। ২০১৩ সালে ‘গোলিয়ো কি রাসলীলা: রামলীলা’ সিনেমার শুটিং করার সময় দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয়। এরপর ২০১৮ সালের ১৪ নভেম্বর লেক কোমোতে রাজকীয়ভাবে দীপিকা ও রণবীর বিয়ে করেন। আর এবার তারা ছোট্ট দুয়াকে নিয়ে নতুন অধ্যায় লিখতে ব্যস্ত।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!